ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু গাজীপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:০০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরে আলাদা ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে কানে হেডফোন লাগিয়ে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। এ সময় পেছন থেকে ট্রেন চাপা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অপরদিকে সকাল ৭ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন-বিচ্ছন্ন লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এ জন্য রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।