মাদারীপুরে ট্রাক ও পিকআপের সংর্ঘষে চীনা প্রকৌশলী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৯ এএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০২:০৮ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মাদারীপুরের শিবচরে একটি ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে পদ্মা সেতু-সংলগ্ন সন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। তিনি পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও রেলওয়ে প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে চীনা প্রকৌশলীরা নিয়োজিত আছেন। প্রতিদিনের মতো আজ সকালে একটি ছোট পিকআপ ভ্যানে চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প এলাকায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে পিকআপ ভ্যানটি এক্সপ্রেসওয়ের দৌলতপুর এলাকার ঢাকামুখী সার্ভিস লেনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক ওই স্থানে পৌঁছালে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি হয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচজন আহত হন।
এর মধ্যে চ্যাং বিন ও বাংলাদেশি রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা চ্যাংকে মৃত ঘোষণা করেন। আহত আরেক ব্যক্তি রিজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই দুর্ঘটনায় আহত অন্য তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত চীনা নাগরিকের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পদ্মা রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ছাড়া নিহত চীনা প্রকৌশলীর লাশ ঢাকায় আছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পলিয়ে গেছে। ট্রাকটি এখনো চিহ্নিত করা যায়নি।