কুমিল্লার বরুড়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪২ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কুমিল্লার বরুড়ায় হোটেলে খাবার খেয়ে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েই বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলআরোহী ২ যুবকের। এ সময় আরও একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বরুড়া উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার মো. অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯)।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তারা তিনজনই বেকারি শ্রমিক। বরুড়া পৌর বাজার সংলগ্ন চেয়ারম্যান পুল নামক স্থানে একটি বেকারিতে কাজ করতেন। বুধবার রাতে বরুড়া বাজারে একটি হোটেলে রাতের খাবার খেয়ে ফেরার পথে মোটরসাইকেলযোগে পৌরসভার চেয়ারম্যান পুল এলাকায় যাচ্ছিলেন।
এ সময় কুমিল্লা থেকে বরুড়াগামী বেপরোয়া গতিতে আসা একটি বলাকা বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই অহিদ ও সাগর মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর যুবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃহদেহ হস্থান্তর করা হয়েছে।