কুষ্টিয়ার মিরপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:১৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মোশারফপুর এলাকার আব্দুর রশিদের ছেলে সুলতান খন্দকার(৩৫)।
জানাযায়, গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোশারফপুর এলাকার আব্দুর রশিদ এর ছেলে সুলতান খন্দকার এর বাড়ির উপর এসে রাজ্জাক ও শাহিন নামের দুইজন সুলতান খন্দকারের কাছ থেকে ৭ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এসময় নিহত সুলতান খন্দকার বাধা দিতে গেলে তার পেটে ছুরি মেরে আসামিরা পালিয়ে যান।
স্থানীয় লোকজনের সাহায্যে আহত সুলতান খন্দকারকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মধ্যরাতে আহত সুলতান খন্দকার কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।
নিহত ব্যবসায়ী সুলতান ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স এর (আর আই) ইন্সপেক্টর শাহিবুল ইসলামের ভাই। জানা যায় তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এখনো কিছু জানা যায়নি।