ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩ এএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:৪৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন গতকাল মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যান। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হন। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসেন।
তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালী সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল পারভেজ বলেন, আমরা এমন একটি ঘটনা শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তদন্ত চলছে। মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে আছে ।