না’গঞ্জে রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি ভবন মালিক ও তার ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮ এএম, ৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় তর্কের জেরে ব্যবস্থাপকে গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গতকাল রবিবার (৫ জানুয়ারী) রাতে শহরের চাষাঢ়ার সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর ব্যবস্থাপক কাজল গুলিবিদ্ধ হন। ঘটনার পরপর দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতাররা হলেন, আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আফজাল হোসেন (৫০) ও তার ছেলে নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামি আফজাল ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে পূর্ব ঘটনার জেরে রেস্তোরা ব্যবস্থাপকের সঙ্গে কথা কাটাকাটি ও ধ্বস্তাধস্তি হয় আফজালের। পরে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলি করেন তিনি।