নোয়াখালীর চাটখিলে ৫ শত পরিবারের মাঝে পরান চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৫৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নাম তার পরান চৌধুরী। নামের মতোই মানুষের জন্য অসীম প্রেম তার হৃদয়ে। তাইতো মুক্তহস্তে দান করেন লক্ষ লক্ষ টাকা। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
সে কিশোর বয়স থেকেই তিনি তার পরিবারের সাথে আমেরিকা বসবাস করেন। আমেরিকায় বসবাস করলেও তিনি তার জন্মভূমি এবং জন্মস্থানের মানুষকে ভুলে যাননি। তিনি যা উপার্জন করেন তার অধিকাংশ অর্থ মানবতার সেবায় ব্যয় করে চলেছেন।
তিনি গরিব এতিম শিশুদের শিক্ষার জন্য বেশি ব্যয় করে থাকেন। এর বাইরে সমাজ উন্নয়ন খাতে, স্বাস্থ্য খাতে, পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে, পরিবেশ উন্নয়নে এবং কৃষকদের জন্য দান করে থাকেন।
তারই ধারাবাহিকতায় আজ নোয়াখালী চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের এবং পৌরসভার অসহায় প্রায় ৫ শত পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।