দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে ঘাটে অপেক্ষামান গাড়ির চাপ কম আর ফেরি বেশি থাকায় উভয় ঘাটেই কোনো যানজট নেই।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার রাত ১১টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো: খোরশেদ আলম।
তিনি জানান, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রোববার রাত ১১টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিংআলো অস্পষ্ট হয়ে যায়। কোনো কিছুই দেখা যায় না। আজ সোমবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমলে সকাল সাড়ে ১০টার দিকে আবারো ফেরি চলাচল শুরু হয়।
খোরশেদ আলম জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন ঘাটপ্রান্তে অপেক্ষায় আছে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী ফেরিতে উঠানো হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি চলছে। তবে কোনো যানজট নেই।