কুয়াশায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ এএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:১৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
৯ দিন বিরতির পর কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে দিবাগত রাত দুইটা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আজ সকাল সাড়ে সাতটা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত দুইটা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া কে-টাইপ (মাঝারি) ফেরি বেগম সুফিয়া কামাল মাঝনদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে আটকে পড়ে। পরে ফেরিটি সেখানেই নোঙর করে থাকতে বাধ্য হয়।
এদিকে মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদে এ সময় বাধ্য হয়ে আরিচা ঘাটে এনায়েতপুরি ও শাহ আলী নামক দুটি রো রো (বড়) ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়। কাজিরহাট ঘাট প্রান্তে কস্তুরী ও বেগম রোকেয়া নামের আরও দুটি কে-টাইপ ফেরি নোঙর করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নদী পাড়ি দিতে না পেরে দুই ঘাটেই বেশ কিছু যানবাহন আটকে পড়ে। পরে আজ সকাল সাড়ে সাতটার পর থেকে ওই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাবধানতার সঙ্গে ফেরি চলাচল করছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, টানা ৯ দিন বিরতির পর কুয়াশায় গতকাল মধ্যরাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় বেশ কিছু পণ্যবাহী যানবাহন পারাপার ব্যাহত হয়েছে। তবে এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করেছে।
বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার কারণে ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পায় ৬০ ঘণ্টা ও আরিচা-কাজিরহাট নৌপথে প্রায় ৮৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।