ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ এএম, ২২ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:৪১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন, মাইনুদ্দিন (৩৫), সৌরভ (১৬), তাবাসসুম (৮)। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন।