রাঙামাটির লংগদু'র বাইট্টাপাড়ায় আগুনে পুড়লো ৩০ দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০০ পিএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:০০ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগুনে জ্বলছে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজার।
আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটা থেকে আগুনের সূত্রপাত হয়ে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
লংগদু সেনাজোন, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে অন্তত ৩০টির মতো দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাগেছে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, স্থানীয় মুসলিমের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে করে অন্তত ৭০ লাখ টাকার মতো ক্ষতির স্বীকার হয়েছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
এদিকে, উপজেলায় কোনো ধরনের ফায়ার সার্ভিস না থাকায় আগুনের খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে দমকল বাহিনীর একটি টিম পৌনে সাতটার সময় বাইট্টা বাজারে পৌছে আগুন নেভানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
আগুনের খবর পেয়ে লংগদু সেনাজোন, উপজেলা প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়েছেন এবং অগ্নিদূর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানাগেছে।