কোর্টহিলে পুলিশের ব্রেকফেল গাড়ি পিষে মারলো পথচারীকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৫২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামের কোর্ট হিলে পুলিশের ব্রেকফেল করা গাড়িতে চাপা পরে হেলাল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাকলিয়া থানা পুলিশের গাড়িটি আসামিকে কোর্ট হাজতে দিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটায়।
আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি তার বড় ভাই অ্যাডভোকেট বেলালের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতেন।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, বাকলিয়া থানা পুলিশের একটি মোবাইল টিম গ্রেপ্তার হওয়া আসামিদের কোর্ট হাজতে দিয়ে আসার সময় হঠাৎ ব্রেকফেল করে। অনেক পথ কোনভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কায় দিয়ে গাড়ি থামাতে চাইলে তখনই সাথে থাকা বেলাল ও হেলাল নামে দুইভাইকে ধাক্কায় দেয়। এসময় হেলাল চাপা পড়ে মারা যায়। বিষয়টি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক।