ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:২৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঝিনাইদহ, মহেশপুর ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি (২১), শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৩৫) ও মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আপিল উদ্দীনের ছেলে বদর উদ্দীন (৮৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শনিবার সকালে কালীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
এদিকে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টার দিকে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে গোল্ডেন লাইন নামে পরিবহনের ধাক্কায় তুষার বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর বাসষ্ট্যান্ডে। ঘটনার সময় তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মটরসাইকেল বৃদ্ধ বদর উদ্দীন বুদোকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন। মহেশপুর থানার ওসি শামিম উদ্দীন শনিবার সকালে খবরের সত্যতা নিশ্চত করেছেন।