ঘনকুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫৮ এএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:১২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পঞ্চগড়ে দু’দিন ধরে চলা মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ এখন মৃদু শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে। গত শুক্রবার থেকে উত্তরের শীতপ্রবণ এই এলাকায় শুরু হয় মৌসুমের দ্বিতীয় পর্যায়ের শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়েই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায়। ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দুদিন ধরে দুপুরের দিকে রোদ দেখা দিলেও ঘনকুয়াশার দাপটে উত্তাপ ছড়াতে পারেনি সূর্য।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
জেলা শহরের নিমনগর খালপাড়া এলাকার অটোরিকশা চালক মহিদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই ঘনকুয়াশা আর দিনরাত বাতাসের কারণে খুব ঠান্ডা করছে। সহজে কেউ রিকশায় উঠতে চায় না। আমরা আগে দিনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করতাম। এখন ২০০-৩০০ টাকা আয় হয়। খুব কষ্টের মধ্যে আছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।