কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:২০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট ৪-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি ) রাত ১০টায় তার ফাঁসি কার্যকর হয়।
ফাঁসি কার্যকর হওয়া কয়েদি হলেন— বগুড়ার মালতিনগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে সাইফুল ইসলাম রফিক (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
কারাসূত্রে জানা যায়, ফাঁসি দিয়ে মৃত্যু কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুঁইয়া। পরে মৃত্যু নিশ্চিত করেন গাজীপুর সিভিল সার্জন খায়রুজ্জামান। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা ছিল।
মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, গাজীপুর জিএমপি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহমেদ, ডা. কামরুন্নাহার, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রমুখ।