চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ এএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।
তিনি বলেন, 'আজ দুপুর সাড়ে ১২টার দিকে বড়পোল মোড়ে একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।'
তবে এখনো পযর্ন্ত কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।