মেঝেতে স্ত্রী, আড়ায় ঝুলছিল স্বামীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ এএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:৪৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দিনাজপুরে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে শহরের লিলি মোড়ের একটি ভাড়া বাসায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিহতরা হলেন- মজিবর রহমান (৬৫) ও সুরাইয়া বেগম (৪৫)। মজিবর রহমান শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দিন আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ঈমান আলি।
তিনি বলেন, নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। মজিবুর রহমানের লাশ ঘরের আড়ায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। অন্যদিকে সুরাইয়া বেগম মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
তাদের মৃত্যু কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান এসআই ঈমান আলি।