মাধবপুরে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে এএসপিসহ ৪ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৩ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:২৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে আজ সোমবার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
এতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।
এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৮৯৩৯) পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।