সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিক্ষার্থীর লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০১:২২ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলহাজ (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরের গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া আলহাজ একই গ্রামের প্রাবাসী বাবুলের ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালের দিকে নিখোঁজ হয় আলহাজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে আলহাজের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।