সাড়ে ৩ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮ এএম, ৩১ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:২০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে সকাল থেকে সৈয়দপুরে কোনো বিমান ওঠানামা করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৪ ফ্লাইটের ৩ শতাধিক যাত্রী বিপাকে পড়েন।
বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার, দুপুর ১২টায় ২০০ মিটার। যা দুপুর ১টা ৩০ মিনিটে বেড়ে দাঁড়িয়েছিল ১৭০০ মিটারে।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মজিবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পাঁচটি ফ্লাইট সঠিক সময়ে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। কুয়াশা কেটে যাওয়ায় কিছুক্ষণের মধ্যে ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করবে।
তিনি আরো বলেন, শীতকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এজন্য ফ্লাইট চলাচলের সিডিউল পরিবর্তন করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয় না। সাধারণত দু’হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে।