গাবতলী পদ্মপাড়াতে মসজিদে আর রহমানের উদ্যোগে ওয়াজ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাবতলী উপজেলার পদ্মপাড়া মসজিদে আর রহমান এর প্রথম ওয়াজ মাহফিল সম্পন্ন।
আজ শনিবার ২৪ডিসেম্বর রাতে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে সাবেক ব্যাংকার আলহাজ্ব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওয়াজ মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সহ-সভাপতি মাও: এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কাহালু-নন্দীগ্ৰাম এলাকায় সাবেক এমপি মোশারফ হোসেন।
আরোও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, মসজিদে আর রহমান এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব আতিকুর রহমান রুমন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাও: মঈন উদ্দিন বিন আব্দুল মান্নান, দ্বিতীয় বক্তা মাওঃ মুফতি আতাউল্লাহ্ নিজামী, তৃতীয় বক্তা মাও: মাহাদী হাসান।