সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সাভারের কলমা এলাকায় মিনিবাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত আটজন।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার এসআই মাহবুব চারজন নিহতের খবর নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে সাভার- আশুলিয়া সড়কের কলমার ঢাল এলাকায় আশুলিয়া থেকে ছেড়ে আসা লেগুনা ও সাভার থেকে ছেড়ে যাওয়া মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চার লেগুনার যাত্রী নিহত হন।
নিহতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরমাধবদী গ্রামের ফজলুল ফকির (৪০)। তিনি আশুলিয়ার থেকে ব্যবসা করতেন। এছাড়া বাকিরা হলেন আল-মুসলিম গার্মেন্টসের কর্মী নাসির (৪০), সাভারের কলমা এলাকার শিক্ষার্থী ফাহিম (১৯) ও অপরজন রাজু। তবে রাজুর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনায় আহতরা সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের উিউটি ম্যানেজার মো: শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত হয়ে সাত থেকে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা দুটিকে জব্দ করা হয়েছে।