আড়াইহাজারে প্রবাস ফেরৎ যুবকের গাড়ী গতিরোধ করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ২২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩৭ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাস ফেরৎ যুবক ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে যোগে বাড়ী যাওয়ার সময় গাড়ীর পথরোধ করে সর্বস্ব লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল।
আজ বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগকান্দা ইউপির কদমতলি মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আক্রান্ত প্রবাস ফেরৎ যুবকের নাম মাসুম, তিনি কালাপাহাড়িয়া ইউপি রাধানাগর গ্রামের ইমান আলীর ছেলে। সে দীর্ঘদিন মালয়েশিয়া বসবাস করে বাড়ি ফিরছিলেন।
আক্রান্ত মাসুমের মামা খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামের মাহাবুবব জানান, আমার ভাগিনা মাসুম এয়ারপোর্ট থেকে গাড়ী নিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথে এসে তিনি আমার বাড়ীতে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন।
ওই সময় তিনি গাড়ীতে করে আমার বাড়ীতে আসার পথে কদমতলি মনির হোসেন মাদ্রাসা মোড়ে আসা মাত্র কয়েকজন সশস্ত্র ডাকাত তার গাড়ীর পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা সাড়ে ৩ হাজার মালয় রিংগিত, একটি আই ফোনসহ সর্বস্ব লুটে নেয়।
দীর্ঘদিন যাবৎ এই স্থানে ডাকাতি করে আসছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। পুলিশের ধরা ছোয়ার বাহিরে রয়েছে ডাকাতদল। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।