ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ এএম, ১৮ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
আজ রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে মেঘনা নদীতে অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। অজ্ঞাত লাশটির বয়স আনুমানিক প্রায় ৩০/৩৫ বছর হতে পারে। তার পরিচয় জানা জায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে। লাশ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।