কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ এএম, ১৮ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৫০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) ও আসলাম আলী (২৩) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত সাব্বির হোসেন ও আসলাম আলীর বাড়ি খোকসা উপজেলার সোমসপুর গ্রামে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
অপরদিকে আজ রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় স্যালো ইঞ্জিনচালিত নসিমন ও বালু বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নছিমন যাত্রী এনামুল হক নামে একজন পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নছিমনের ২ জন যাত্রী। নিহত এনামুল হক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার মৃত আজব মালিথার ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আসিফ ইকবাল জানান, দূর্ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।