নাচোল ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি সাদির আহমেদ ভুলু আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ এএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন সাবেক সভাপতি সাদির আহমেদ ভুলু (৫৫) আর নেই।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে মল্লিকপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। ভারতে চিকিৎসার জন্য প্রস্তুতি চলছিল। এ দিন সকালে ফজর নামাজ আদায়ের জন্য উঠলে স্ট্রোক করেন এবং কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিকেল ৪ টায় খোলসী সরকারি কবরস্থানে চেয়ারম্যান সাদির আহমেদ ভুলুর জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে তিনি প্রথম দফায় ২০১১ সালের ৭ই আগস্ট নির্বাচিত হন এবং ২০২০ সালের ১৬ নভেম্বর উপনির্বাচনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ফতেপুর ইউনিয়ন বাসির উন্নয়নমূলক কাজের পাশাপাশি, বিভিন্ন সমস্যার পাশে থেকে সমাধানের চেষ্টা করে যেতেন। তার মৃত্যুতে ইউনিয়ন বাসি একজন সাদা মনের জনপ্রতিনিধিকে হারালেন।