ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একে একে ঘটলো ১৫ দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪০ এএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক ১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে দুই জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
পরিবহন শ্রমিক এবং যাত্রীরা জানায়, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে শুরু করে মহাসড়কের ধল্লা ও মির্জাপুর উপজেলার চরপাড়া পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
করটিয়ার বাঐখোলা এলাকায় বাস-ট্রাকরে মধ্যে সংঘর্ষে একজন এবং মির্জাপুর উপজেলার মনসুর দুল্যা নামক স্থানে মালবাহী ট্রাক-বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
গোড়াই হাইওয়ে থার ওসি মোল্লা মো. টুটুল বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। নিহত দুইজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। এজন্য ঢাকামুখী লেন বেশকিছু সময় বন্ধ ছিল। মহাসড়কে পুলিশ কাজ করছে।