ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে খন্দকার রুহুল আমিন (৫৫) ও মজনু (৫৫) নামে দু’জন নিহত ও হাবিবা খাতুন (৬৫) নামে অপর একজন আহত হয়েছেন।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ভেড়ামারার রাইটা মহাসড়কের মাঝামাঝি বাঁকা পুল নামক স্থানে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন কুষ্টিয়ার ভেড়ামারা জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে, মজনু একই গ্রামের মৃত তুষ্ট খাঁর ছেলে এবং আহত হাবিবা খাতুন একই গ্রামের বজলুর রহমানের স্ত্রী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে ওই স্থানে জুনিয়াদহ থেকে ছেড়ে আসা সিএনজি ভেড়ামারা যাওয়ার পথে অপর দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজি যাত্রী খন্দকার রুহুল আমিন মারা যান।
খবর পেয়ে পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত মজনু ও হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত মজনু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।