কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি মারা গেছেন। তারা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তাইজুদ্দিন (৭৬) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯)।
কারাগার-১ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, সোমবার (১২ ডিসেম্বর) সকালে কারাগারের ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই জনকেই মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে হাসপাতাল মর্গে। তারা দুজনেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।