মাদারীপুরে ২ শিশু পুড়ে মারা যাওয়ার ঘটনায় গ্রেফতার মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৮ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাদারীপুরে ছিটকিনি আটকানো অবস্থায় ঘরে পুড়ে মারা যাওয়া দুই শিশুর মাকে গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে জেলার সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপ-পরিদর্শক তন্ময় মণ্ডলের নেতৃত্বে একটি গোয়েন্দা দল পূর্ণিমাকে রাজধানী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গত সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে বন্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় শিশু দুটি আগুনে পুড়ে মারা যায়। তাদের বয়স এক থেকে দুই বছর।
এর আগে সকালে মা পূর্ণিমা ও নানী ঘরের দরজায় তালা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যান।
কেউ একজন ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে শিশুদের পোড়া লাশ দেখতে পান।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনার পরপরই পূর্ণিমা ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এর আগে সোমবার শিশুদের চাচি রত্না রানী সদর থানায় মামলা দায়ের করেন।