সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা মজিবর রহমান (৬০) ও নাতি কাউছার (৩) নাতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের মৃতঃ আলহাজ্ব হাওয়াজ আলী আাকন্দের পুত্র মজিবর রহমান (৬০) আজ দুপুরে তার বাড়ীর পশ্চিম পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে যান। সেচপাম্প চালিয়ে সাথে থাকা রাজু মিয়ার ৩ বছর বয়সী শিশুপুত্র কাউছারকে বাড়ি ফেরার জন্য কাধে তুলে নেন। হঠাৎ লীকেজ তারে স্পর্শে দাদা-নাতি উভয়েই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন।
এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুপুরে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না পাওয়ায় লাশের সুরৎহাল রিপোর্ট অনুযায়ী দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আলহাজ্ব আব্দুস সালাম, দাদা-নাতির বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।