মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৩ এএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মাদারীপুরে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রা উল্টে খাদে পড়ে প্রাণ গেলো দুই ভাগ্নেসহ মামার।
গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঝাউদিতে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্যে প্রাণ রক্ষা পান মাহিন্দ্রাচালক। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের কালু ঘরামীর ৭ বছর বয়সী শিশুপুত্র জিহাদ ঘরামী ও ১০ বছর বয়সী জুবায়ের ঘরামী এবং তাদের মামা একই গ্রামের আব্দুল জলিল ঘরামীর ছেলে ২২ বছর বয়সী জহিুরুল ঘরামী।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে নূর মোহাম্মদ শিকদার জানান, জমি চাষাবাদ শেষে মাহিন্দ্রাযোগে তেল নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হয় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের কৃষক জহিরুল ইসলাম ও তার দুই ভাগ্নে। এসময় মাদ্রা এলাকায় আসলে খালের খাদে পড়ে উল্টে পানিতে ডুবে যায় মাহিন্দ্রাটি।
এতে তার দুই ভাগ্নে জুবায়ের ঘরামী ও জিহাদ ঘরামী ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় জহিরুলকে মাদারীপুর সদর হাসপাতালে আনলে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। তবে মাহিন্দ্র উল্টে যাওয়ার সময় চালক আছাদ ঘরামী প্রাণে রক্ষা পায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পানিতে পড়ে যাওয়া মাহেন্দ্র উদ্ধার করা হয়। তবে চালক ও মালিকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরেও যদি নিহতের পরিবার অভিযোগ দেয়, তাহলে বিষয়টি আমলে নেয়া হবে।