সাতক্ষীরায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে রমজান আলী নামে এক শিশু নির্যাতনের ঘটনায় ঘটে।
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) নির্যাতিত শিশু রমজান আলীর পিতা আজহারুল ইসলাম বাদী হয়ে, ইউপি সদস্য আমিনুর রহমান সহ আরো তিনজনের নাম উল্লেখ করে তালা থানায় একটি মামলা দায়ের করেন।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানিয়েছেন, এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এদিকে ইউপি সদস্যের নির্যাতনে গুরুতর আহত শিশু রমজান আলী (১২) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের ভ্যানচালক আজহারুল ইসলাম বলেন, আমার পুত্র রমজান আলী অভয়নগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ১০ নভেম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর আমিনুর রহমানের বাড়ি থেকে ১ লক্ষ টাকা চুরি হয়ে যায়। ঘটনার প্রায় ২০ দিন পর ৩০ নভেম্বর (বুধবার) আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়ি আসলে তাকে আটকে টাকা চুরির অপবাদ দিয়ে মেম্বর আমিনুর, তার ভাই শামীম ও মাসুদ অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে আমার শিশুপুত্র তাদের টাকা নিয়েছে মর্মে স্বীকার করিয়ে নেয়।
তিনি আরো বলেন, স্থানীয়রা গুরুতর আহত অচেতন অবস্থায় আমার পুত্রকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক জানান, শিশু রমজান আলীর অবস্থার তেমন কোন উন্নতি হয়নি এখনো।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, টাকাটা রমজান আলী নিয়েছে এবং সেটি স্বীকার করানোর জন্য টুকটাক মারপিট করা হয়েছে। তবে গুরুতর আহত হওয়ার মত মারপিট করা হয়নি। কিন্তু মারপিট করা না হলে অচেতন হল কিভাবে এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, মারপিটের ঘটনায় ঐ শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে থানায় একটি মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে পুলিশ।