কোচিং এ না পড়ায় কলেজ ছাত্র ও তার বাবাকে পেটালেন পরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ এএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকার আশুলিয়ায় কোচিং ছেড়ে দিয়ে অন্যত্র প্রাইভেট পড়ার অপরাধে সাকিব খান (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী ও তার বাবাকে মারধর ও পেটানোর অভিযোগ উঠেছে কোচিং সেন্টারটির পরিচালক ও দুই শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রকে স্থানীয় বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরানী পুকুর পাড় এলাকার শিউর সাকসেস কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগীরা থানায় গিয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন।
আহতরা হলেন, আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকার আসাদুজ্জামান খানের ছেলে ও বিপিএটিসি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব খান (১৭) এবং তার বাবা আসাদুজ্জামান খান (৪০)।
অভিযুক্তরা হল, শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক মোঃ কাদের (৩৫), মোঃ তূর্য (২৭) ও রাসেল (৩৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, একসময় শিক্ষার্থী সাকিব জিরানীর শিউর সাকসেস কোচিং সেন্টারে পড়তো। তবে কিছুদিন হলো সে কোচিং সেন্টারটি বাদ দিয়ে প্রাইভেট শুরু করেছে। সেই থেকে সাকিবের মা শাহিলা খাতুনকে কোচিং সেন্টারটির পরিচালক মোঃ কাদের মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি নিয়ে সেই কোচিং সেন্টারে আজ সন্ধ্যা কথা বলতে গেলে সাকিবকে কোচিং সেন্টারে ভেতর আটকে রেখে মারধর করে কোচিং সেন্টারের পরিচালক কাদের, তূর্য ও রাসেল। পরে সাকিবের বাবা বিষয়টি সমাধান করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জিরানীর কোরিয়া মৈত্রি হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক কাদের মুঠোফোনে জানান, আমার এখানে এই ছেলেটি সাত বছর পড়াশোনা করেছে। কিছুদিন আগে মেয়ে সংক্রান্ত ঝামেলা ফেঁসে গিয়েছিল। বিষয়টি নিয়ে আমি কথা বলায় আজ এসে আমার উপর হামলা করে। এ ব্যাপারে আমি থানা একটি অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, ঘটনাটি আমাকে থানা থেকে জানানো হয়েছে। আমি আরেকটি ঘটনায় রয়েছি। এখান থেকে শেষ করে কোচিং সেন্টারে ঘটনা তদন্ত যাব। বিস্তারিত পরে জানানো যাবে।