বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে বাড়িসহ তিনটি দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ এএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার শেরপুরে তিনটি দোকান ঘর ও একটি বাড়িতে আগুনে পুড়ে ছাই হলো প্রায়় অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়। এঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পৌর শহরের বারদুয়ারী হাটখোলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদুত্যিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, দোকানে পলিথিন, রেকজিন ও প্লাস্টিকের আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল ছিলো। এছাড়াও বাড়ির ভেতরে আরোও কয়েকলক্ষ টাকার আসবাবপত্র ও মালামাল ক্ষতি হয়েছে। এঘটনায় আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম।
অপর ক্ষতিগ্রস্ত দোকানের মালিক প্রবীর সরকার জানান, পাশের দোকানে আগুন লাগার কারণে হঠাৎ আগুনের লেলিহান শিখা আমার দোকানে ছড়িয়ে পড়লে, কিছু মালামাল পুড়ে যায় এবং অনেক মালামাল বাহিরে রাখা হয়। সেসময় কয়েকলক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়।
এব্যাপরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে পলিথিন ও প্লাস্টিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।