মৃত্যুর পর আদালত থেকে খালাস পেলেন মাহাবুব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ২৯ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২১ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুরে আদালতে নিজের মামলায় রায় শুনতে এসে আদালত প্রাঙ্গণেই মাহাবুবুর রহমান গাজী (৩৮) নামে এক বিচারাধীন আসামীর মৃত্যু।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে। মৃত্যু হওয়া মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। পরে এই মামলার রায়ে আসামী মাহাবুব খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি ২০২০ সালে ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের হওয়া একটি সড়ক দুর্ঘটনার মামলার বিচারাধীন আসামি ছিলেন। মঙ্গলবার সকালে ফরিদপুর ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক ফরিদ আহম্মেদের কোর্টে তিনি আসেন। আজ এই মামলার রায় ঘোষণা তারিখ নির্ধারিত ছিল। আদালতের কার্য্যক্রম শুরু হওয়ার আগেই সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের পেশকার মো. বাবুল হোসেন জানান, বিচারাধীন এই মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হয়। রায়ে আসামী মাহাবুবুর রহমানকে খালাস প্রদান করেন বিচারক।
আসামী পক্ষের আইনজীবী মঞ্জুর খোদা সুমন জানান, সাতক্ষীরা থেকে মামলার প্রতি তারিখেই মাহাবুবুর আদালতে উপস্থিত থাকতেন। খালাসের রায় তিনি দেখে যেতে পারলেন না এটাই আফসোস রয়ে গেল সবার কাছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
ফরিদপুরের কোর্ট পরিদর্শক আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।