ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ এএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী সড়কের লক্ষীপুর দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫০), স্ত্রী হামিদা বেগম মনোয়ারা (৪৫) ও মেয়ে মেহের নিগার (১৩)।
পুলিশ জানায়, সকালে বাবা-মা দুজনে তাদের মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে দেবাডাঙ্গী লক্ষীপুরের মাদ্রাসাতুল হুদা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বিলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই মাসুদের স্ত্রী হামিদা মারা যান। মুমূর্ষু অবস্থায় মাসুদ ও তার মেয়ে নিগারকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বাবা ও মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ফায়ার সার্ভিস অফিসার সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।