নলছিটিতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বরিশালের সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিকগণ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডের 'বিজয় উল্লাস'র সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করে সাংবাদিকদের নির্ভিঘ্নে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি ও অনিয়মের খবর তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান শিক্ষা বিষয়ক অনলাইন "শিক্ষাবার্তা'র সহকারী সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি বিন-ই-আমিন। সাংবাদিক ইমাম হোসেন বরিশালের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। সাংবাদিক খলিলুর রহমান মৃধা সরকারের প্রতি আহবান জানান,যেনো অচিরেই ডিজিটাল আইনের কালাকানুন বাতিল করে সাংবাদিকদের গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। নইলে সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে। সাংবাদিক এইচএম সিজারও নলছিটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা শান্ত অবিলম্বে বরিশালের ৬ সাংবাদিকের নামে দায়ের করা নালিশী মামলা তুলে নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম.আর কামরুল, রাশেদ খান মিঠু, খান হাসান, বশির হাওলাদার, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, ইব্রাহিম খান শাকিল, গাজি আরিফুর রহমান, মো. আরিফুর রহমান, মশিউর রহমান, অহিদুল ইসলাম মিথুন, কামরুল ইসলাম, এস.এম জসিম, মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম সরদার, সমাজকর্মী এফ.এইচ রিভান, এনজিও কর্মী শাহনাজ পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁক-ফোকর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন। তারা অবিলম্বে এই আইন বাতিল এবং অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসান, বিডিক্রাইম টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালের ৬ সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি মানা না হলে প্রয়োজনে সাংবাদিকদের সব সংগঠন একত্রিত হয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত সোমবার ৬ সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করেন তিনি। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।