কুষ্টিয়ায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:১৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলতলা মাঠ থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
আজ সোমবার (২১ নভেম্বর) সকালে সেখান থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চট্টগ্রাম জেলার বাঁশখালী গ্রামের পিতা মৃত তাহের আলী ছেলে আবু তালেব (৫০)। সে দীর্ঘদিন ওয়াপদাপাড়া গ্রামের ওড়িশা বাবার মাজারে খাদেমের কাজ করে আসছিল। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে সে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।