নড়াইলে ড্রেন থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫০ এএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:২১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নড়াইলের কালিয়ায় ৭৫ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের বেঁড়িবাদের দোকানের পেছনের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শেখ আবু তালেব নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মোজাম শেখের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পরিবার জানায়, নিহত বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে একপর্যায়ে গান্ধবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের ড্রেনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, প্রাথমিকভাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।