কিশোরগঞ্জে ডাঃ মির্জা নূর কাউসার নামে এক চিকিৎসককে অপহরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কিশোরগঞ্জে ডাঃ মির্জা নূর কাউসার (২৮) নামে একজন চিকিৎসককে অপহরণের ঘটনা ঘটেছে। তিনি কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার সাতটার দিকে শহরের খরমপট্রি এলাকায় সমবায় মার্কেটের দোতালায় অবস্থিত মেডিক্স কোচিং সেন্টার থেকে একদল অজ্ঞাত পরিচয়ের লোক তাঁকে ডেকে নিয়ে যায়। পরে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ চিকিৎসককে উদ্ধার করতে পুলিশ কোচিং সেন্টার থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তৎপড়তা চালাচ্ছে।
মেডিক্স কোচিং সেন্টারের ব্যবস্থাপক মাহবুব আলম জানান, সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি এসে ডাঃ মির্জা নূর কাউসারকে তাদের সাথে যাওয়ার জন্য চাপ দেয়। এর কয়েক মিনিট পরই তিনি তাদের সাথে বের হয়ে নীচে নামেন। ৭ টা ২ মিনিটে অজ্ঞাত পরিচয়ের লোকেরা ডাঃ মির্জা নূর কাউসারকে সেখানে অপেক্ষমান একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তারপর থেকে ওই চিকিৎসকের আর কোনো খবর পাওয়া যায়নি।
ডাঃ মির্জা নূর কাউসারের পিতা আব্দুল হাকিম জানান, আমার পুত্রকে কারা কোনো কারণে অপহরণ করেছে বুঝতে পারছি না। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। আমার জানামতে তার কোনো শত্রুও নেই।
ডাঃ মির্জা নূর কাউসারের শ্যালক আমিনুর রহমান খান জানান, এ ব্যাপারে ঘটনার সময় কোচিং সেন্টারে উপস্থিত থাকা অপর চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী ডাঃ আব্দুস শহীদ সুমন মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আমিনুর রহমান খান আরও জানান, তার ভগ্নিপতির গ্রামের বাড়ি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামে। তিনি শহরের খরমপট্রি এলাকায় একটি ভাড়া বাসায় পিতাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। আমার বোন ডাঃ মির্জা কাউসারের স্ত্রী ডাঃ শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, নিখোঁজ চিকিৎসককে উদ্ধার করতে পুলিশ বিভাগের সদস্যরা তৎপড়তা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে বলে আশা করছি।