চাটমোহর হান্ডিয়ালে ট্রাক উল্টে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ট্রাক উল্টে চালক রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ নভেম্বর) বেলা ২ টার দিকে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রেজাউল করিম উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের মৃত সুলতান সর্দারের ছেলে। এ ঘটনায় ট্রাকে থাকা আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, দুপুরের দিকে চাটমোহর থেকে একটি খালিট্রাক খড়ি নেওয়ার উদ্দেশ্যে তাড়াশের মান্নাননগরের দিকে যাচ্ছিল। যাবার সময় হান্ডিয়াল বাজার পাওয়ার একটু দক্ষিণে পুলিশ তদন্ত কেন্দ্রের সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। এতে আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।