খবর সংগ্রহে গিয়ে নিজেই খবরের শিরোনাম সাংবাদিক শানু মোহন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:২১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
শুক্রবার রাতে বগুড়ায় বিলিয়ার্ড খেলার দ্বন্দে খুন হন বিপুল নামের এক যুবক। আর নিহত ওই যুবকের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে রাতেই শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান সিনিয়র সাংবাদিক কমলেশ মোহন্ত শানু (৫৭)। তিনি বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি।
মেডিকেলে ভিডিও ফুটেজ সংগ্রহের পর তিনি বাংলা টিভির বগুড়া প্রতিনিধি লিখনের মোটর বাইকের পেছনে চড়ে শহরে ফেরার জন্য রওয়ানা দেন।
দূর্ভাগ্যজনকভাবে জিয়া মেডিকেলের সামনের হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কোচ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পুর্ব প্রান্তে ছিটকে পড়েন। দ্রুততম সময়েই তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে সঙ্গাহীন অবস্থায় নেওয়া হলে দেখা যায় তার বাম পা ভেঙ্গে গেছে। মাথার পেছনে গুরুতর জখম হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ শনিবার দুপুরে তার সিটি স্কান করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন।
সাংবাদিক নেতৃবৃন্দ তার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষনিক তদারকি করছেন। খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই খবর হওয়া কমলেশ মোহন্ত শানুর শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা।