ব্যর্থতা আড়াল করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে মিথ্যাচার করছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে ব্যর্থ অপচেষ্টা করছে।
আজ শনিবার (১২ নভেম্বর) সকালে তিনি মায়মনসিংহের ধোবাউড়া ও বিকেলে হালুয়াঘাট উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ধোবাউড়া উপজেলা সদরে আন নাহজা স্কুল এন্ড কিন্ডারগার্টেন এবং হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার পর স্বাধীন দেশে আওয়ামী লীগ খুন-গুম শুরু করেছিল, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, নিজেদের অনৈতিক শাসন টিকিয়ে রাখতে তারা এখনও তা অব্যাহত রেখেছে। প্রতিহিংসাপরায়ণ সরকার রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছে। কিন্তু সরকারের সেই অপচেষ্টা শুধু ব্যার্থই হয় নাই, দেশ-বিদেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা কয়েক গুন বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, দেশে উন্নয়নের নামে দুর্ণীতি,লুটপাট চলছে, মানুষের ভাগ্য নয়, আওয়ামী নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এজন্যই মানুষ তীব্র সঙ্কটে রয়েছে,চলছে নিরব দুর্ভিক্ষ।
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এতদিন জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বলা হয়েছিল রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার, এখন আইএমএফ এর ঋণ পেতে বলছে ২৬ বিলিয়ন ডলার ,প্রকৃত পক্ষে আরও কম। এভাবেই মিথ্যা তথ্য দিয়ে মাথা পিছু আয়,খাদ্য উৎপাদনসহ অন্যান্য পরিসংখ্যানও ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হয়েছে। রিজার্ভ যেমন সরকার গিলে খেয়ছে, নতুন ঋণও তারা সাবার করবে।তিনি বলেন,বিএনপি আমলে রিজার্ভ নিয়ে কেউ কেউ কথা বলছেন। তখন কখনো অতিরঞ্জিত পরিসংখ্যান দেয়া হয় নাই এবং রিজার্ভ অপচয় এবং লুটপাট হয় নাই।সে সময় অর্থনৈতিক সঙ্কটও ছিল না এবং বাংলাদেশের অর্থনীতি 'উদীয়মান ব্যাঘ্র' হিসেবে বিশ্বব্যপী পরিচিতি লাভ করেছিল। সে সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা অতিক্রম করে নাই।
তিনি বলেন, দেশে বিরাজমান সর্বগ্রাসী সঙ্কটের জন্য আওয়ামী লীগ দায়ী। এই ব্যর্থ, অযোগ্য, দুর্ণীতিবাজ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, দুই মাস ব্যাপী ১০ লক্ষ লোকের হাক ডাক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে সরকারী পৃষ্ঠপোষকতা নিয়ে সারা দেশ থেকে নেতাকর্মীদের আনতে বাস,ট্রাক রিকুইজিশন করে জনগণকে দুর্ভোগে ফেলে যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে অওয়ামী লীগ যে শক্তি দেখাতে চেয়েছে তা পর্বতের মুশিক প্রসব মাত্র। সোহরাওয়ার্দী উদ্যানে চার দেয়ালের ভেতর কর্মীদের ঢুকিয়ে দিয়ে, প্রবেশ পথ পুলিশকে দিয়ে আটকিয়ে,লাঠি পেটা করে তাদেরকে ভেতরে রাখার চেষ্টা করেও লাভ হয় নাই, দেয়াল টপকিয়ে তারা বাইরে বেরিয়ে এসেছে।ভাড়া করা লোক আনলে এমনই হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলেন,মরা গাঙ্গে পানি আসে না। তার কথাই এখন বুমেরাং হয়েছে।
হালুয়াঘাটে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান এর সভাপতিত্বে অনুস্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, বিএনপি নেতা আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, সহ দফতর সম্পাদক, আল আমিন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সোহেল আল আজাদ, আব্দুল মালেক সোহান, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ধোবাউড়ায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার এর সভাপতিত্বে অনুস্ঠিত সভায় জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, সদস্য সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।