কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইয়ের হাতে প্রবাসী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬ এএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুর কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ চাচাত ভাইয়ের বিরুদ্ধে। নিহত মোবারক হোসেন (৪০) ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র। এসময় আহত হয়েছেন মোবারক হোসেনের ভাই আলম ও বোন খালেদা। অপরদিকে আহত হয়েছেন হাদিউল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলাম।
শনিবার সকাল ৯ টায় উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের টেকপাড়ায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। অভিযুক্ত হাদিউল একই গ্রামের আব্দুল লতিফ ওরফে লুতুর পুত্র।
নিহতের স্বজনরা জানায়, নুরুল ইসলামের সাথে তারই চাচাত ভাই লুতফুর রহমানের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। মোবারক গত ১০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরেন। সকালে বাড়ির পাশে খেতের আইলে গাছের চারা রোপণ করা নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের পুত্র হাদিউল ও রফিকুলের সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে হঠাৎ হাদিউল মোবারকের বুকে ও হাতে ছুরিকাঘাত করেন। পরে স্বজনরা টের পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।