আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা ও অটো চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ পিএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ডভ্যানর ধাক্কায় ২ জন নিহত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদি নামক স্থানে এই ঘটনা ঘটে। এদের মধ্যে লেগুনা চালক ঘটনস্থালে ও অটো চালক হাসপাতালে নেওয়ার পর মারা যায়। নিহতরা হলেন, উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২)ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম (৪৫)।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, একটি লেগুনা প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে দিয়ে আড়াইহাজার এর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির উপর পড়ে। একই সময় একটি অটো লেগুনা ও কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় লেগুনা চালক লেগুনার ভিতরে আটকা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত উদ্ধার করে।
অপরদিকে আহত দীন ইসলামকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে রয়েছে। চালক পালিয়ে গেছে।
ওসি আরো জানান, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ২টি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।