গাবতলীতে ৩কেজি গাঁজা উদ্ধার ; গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:১৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার গাবতলীতে ৩ কেজি গাঁজাসহ আমিনুর ইসলাম ভুট্টো (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত ভুট্টো উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের মৃত ফিকির আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ই নভেম্বর ভোররাতে গাবতলী মডেল থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ সুলতানপুর পূর্বপাড়া গ্রামে এক সাঁড়াশি অভিযান চালায়। পুলিশ এ সময় আমিনুর ইসলাম ভুট্টোর বসতবাড়ীর দক্ষিণধারে মাদক কেনাবেচাকালে ৩কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী আমিনুর ইসলাম ভুট্টোকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।