ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ এএম, ৬ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৪ যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার (৬ নভেম্বর) ভোররাতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ যাত্রী গুরুতর আহত হন।
নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), জুনায়েদ (৩), হুমায়ূন কবির (৪৮) ও আ. রউফ হাওলাদার (৫০)। নিহতদের সকলের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে ঝালকাঠির দিকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে আমরা নিহতদের উদ্ধার করি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হসপিটালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।