ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ পিএম, ৫ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসুদ রানা। সে শহরের চন্ডিবের গ্রামের বাসিন্দা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের সহকর্মী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়,আজ শনিবার দুপুরে শহরের কমলপুর নিউটাউন এলাকায় প্রবাসী রুবেন মিয়ার ৫ তলা ভবনের উপরে নির্মাণ কাজের সময় অসাবধানতাবশতঃ ভবনের ছাদ থেকে নীচে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ভবনের মালিক রুবেল মিয়াকে খুজে* পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক মোঃ শাহআলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকর করে বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।