বাগেরহাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাই নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪১ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকাল গোপালগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে খুলনায় ফেরার পথে আব্দুল্লাহ শাহরিয়ার (১৯) ও জোবায়ের হাসনাত (১৮) নামে দুই ভাই নিহত হন।
নিহত আব্দুল্লাহ শাহরিয়ার খুলনা মহানগরীর দিকে মেইন রোডের মোল্লা শহিদুল ইসলাম এর ও জোবায়ের হাসনাত মোল্লা মোজাম্মেল হকের ছেলে।
মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস জানান, বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহন ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চাচাতো ভাই নিহত হন। তারা গোপালগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে খুলনায় ফিরছিলেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।